[bangla_day], [english_date], [bangla_date], [hijri_date], [bangla_time]

সিরিজ জেতায় বাংলাদেশ দলকে “হাথুরুসিংহের শুভেচ্ছা”

প্রকাশঃ July 30, 2018 | সম্পাদনাঃ 30th July 2018

চন্দিকা হাথুরুসিংহে

স্বাধীনতা৭১/ স্পোর্টস ডেস্কঃ দীর্ঘ নয় বছর পর বিদেশের মাটিতে সিরিজ জিতেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছে ২-১ ব্যবধানে। এই জয়ের পর বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানিয়েছেন টাইগারদের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

শনিবার সিরিজের শেষ ম্যাচে ক্যারিবীয়দের ১৮ রানে হারায় বাংলাদেশ। এদিনই টাইগার ওপেনার তামিম ইকবালের ফোনে খুদে বার্তা পাঠান চন্ডিকা হাথুরুসিংহে। খুদে বার্তায় হাথুরুসিংহে লিখেছেন, ‘সাবাশ চ্যাম্পিয়ন। আমার শুভেচ্ছা দলের সবাইকে পৌঁছে দিও।’

সিরিজের প্রথম ম্যাচে ৪৮ রানে জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জিততে জিততে শেষমেশ তিন রানে হেরে যায় টাইগাররা। তৃতীয় ম্যাচে টাইগাররা জয় তুলে নেয় ১৮ রানে। তামিম ইকবাল এই সিরিজে অসাধারণ খেলেছেন। তিন ম্যাচে তার রান যথাক্রমে ১৩০*, ৫৪ ও ১০৩।

বাংলাদেশ এই সিরিজের আগে সর্বশেষ বিদেশের মাটিতে সিরিজ জিতেছিল ২০০৯ সালে জিম্বাবুয়ের মাটিতে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি বাংলাদেশ জিতেছিল ৪-১ ব্যবধানে। জিম্বাবুয়ে সফরের আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ৩-০ ব্যবধানে।

এই বিভাগের আরো সংবাদ