[bangla_day], [english_date], [bangla_date], [hijri_date], [bangla_time]

রেস্টুরেন্টে জন্ম নিল এক শিশু! খাবার ফ্রি আজীবন

প্রকাশঃ July 26, 2018 | সম্পাদনাঃ 26th July 2018

সংগৃহীত

স্বাধীনতা৭১ আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রখ্যাত রেস্টুরেন্ট ফুড চেইন চিক-ফিল তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘আমরা শুধু খাবারই ডেলিভারি করি না, সন্তানের ডেলিভারিও করি’। শুনে অনেকেই হয়তো ভাববেন খাবারের সঙ্গে আবার শিশু ডেলিভারির সম্পর্ক কী?

এনডিটিভি বলছে, গত ১৭ জুলাই চিক-ফিল রেস্টুরেন্টে সন্তানের জন্ম দেন এক নারী। রাতে যখন দোকান বন্ধ করতে যাচ্ছিলেন কর্মীরা; ঠিক সেই মুহূর্তে তারা শুনতে পান বাথরুমের দরজায় খুব জোরে জোরে কেউ আঘাত করছেন। তখনও তারা বুঝতে পারেননি যে তাদের বাথরুমেই শিশু জন্ম নেওয়ার ঘটনা ঘটবে। পরে এ ঘটনার বিস্তারিত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন ওই শিশু বাবা রবার্ট গ্রিফিন।

রবার্ট উল্লেখ করেন, ‘ম্যাগির প্রচণ্ড প্রসব ব্যাথা হচ্ছিল। সে আমাকে বলে, দ্রুত তাকে বাথরুমে যেতেই হবে। বড় মেয়েকে রেস্টুরেন্টে নামানোর পর ম্যাগিকে বাথরুম থেকে নিয়ে আসতে ভেতরে যাই। তখন হোটেলের ম্যানেজার জানান, ম্যাগি বিশ্রামগারে আছেন এবং ব্যথায় চিৎকার করছে। এ খবর পেয়ে আমরা দৌড়ে সেখানে যাই। সেখানে গিয়ে দেখতে পাই আমাদের শিশুটির জন্ম হচ্ছে।’

এভাবেই পৃথিবীর আলো দেখে রবার্ট ও ম্যাগির দ্বিতীয় কন্যা সন্তান গ্রেসিলন মে ভায়োলেট গ্রিফিন।

ফেসবুক পোস্টে সন্তান জন্মের এই কাহিনীকে অনেকেই ‘বিস্ময়কর’ বলেও মন্তব্য করেন। আবার অনেকেই সদ্যোজাতকে অভিনন্দন জানান। আর চিক-ফিল রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আজীবন ওই শিশুটিকে ফ্রি খাবার সরবরাহের ঘোষণা দেয়।

এই বিভাগের আরো সংবাদ