[bangla_day], [english_date], [bangla_date], [hijri_date], [bangla_time]

ময়মনসিংহে ট্রাক চাপায় অটোরিকশার ৮ যাত্রী নিহত

প্রকাশঃ May 5, 2016 | সম্পাদনাঃ 5th May 2016

mymensingh_accident

ময়মনসিংহ : জেলার শম্ভুগঞ্জের মোজাহিদপুর এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার ৮ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামের ভাষ্য, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ -নেত্রকোনা সড়কের মোজাহাটি এলাকায় যাত্রীবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আটজন মারা গেছেন। নিহত ব্যক্তিরা প্রত্যেকেই অটোরিকশার যাত্রী ছিলেন। তবে তাঁদের পরিচয় শনাক্ত করা যায়নি।

ওসি আরও বলেন, লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

এই বিভাগের আরো সংবাদ