[bangla_day], [english_date], [bangla_date], [hijri_date], [bangla_time]

মুক্তচিন্তার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ্য করা হবে না: প্রধানমন্ত্রী

প্রকাশঃ April 14, 2016 | সম্পাদনাঃ 14th April 2016

 

PM_3ফাইল ছবি


মুক্তচিন্তার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ্য করা হবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে লেখা এটা কখনও গ্রহণযোগ্য নয়। মুক্তচিন্তার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ্য করা হবে না।’ বৃহস্পতিবার সকালে গণভবনে বাংলা নববর্ষ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, প্রতিটি দেশ বা জাতি তার নিজস্ব জাতিসত্বা ও ভৌগলিক সীমারেখার দিয়ে পরিচিত হবে, তাতে তার ধর্মীয় পরিচয়ের কোনো বাধা থাকে না। আরবীয়, কুয়েতি, ফিলিস্তিনিরাও যেমন মুসলমান আমরা বাঙালির একটা বড় অংশ মুসলমান। জাতিগত সংস্কৃতি ও ধর্মীয় উৎসব একসঙ্গে পালনে বাধা নেই। দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সব জাতি ধর্মের মানুষকে নিয়ে বর্ষবরণের যে উৎসব, তা সার্বজনীন রূপ পেয়েছে বাংলাদেশে। বছরটা সুন্দরভাবে শুরু হয়েছে, এটা যেন অব্যাহত থাকে।  প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা মুসলমান তার পাশাপাশি বাঙালি জাতি। বাঙালি হিসেবেই আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সে কথা ভুললেও চলবে না। আর পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির উৎসব, এই উৎসব উদযাপন দেশের সব ধর্ম-বর্ণের মানুষের। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে জনগণের সহযোগিতাও কামনা করেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বিনিময়কালে দলীয় নেতাকর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন, মন্ত্রী পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা।

এই বিভাগের আরো সংবাদ