[bangla_day], [english_date], [bangla_date], [hijri_date], [bangla_time]

ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত হচ্ছে বাংলাদেশ

প্রকাশঃ May 28, 2016 | সম্পাদনাঃ 28th May 2016

Feature Image

প্রধানমন্ত্রীর নির্দেশে ফায়ার সার্ভিস এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ ভবিষ্যত ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত হচ্ছে।

আজ শনিবার সকালে ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আয়োজনে ভূমিকম্প সচেতনতা বিষয়ক সেমিনারে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভূমিকম্প মোকাবেলায় ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। তারা বিভিন্ন স্থানে ট্রেনিংয়ের মাধ্যমে মানুষকে সচেতন করছে।

সম্প্রতি নেপালের ভূমিকম্পের কথা তুলে ধরে তিনি বলেন, এ ধরনের ভূমিকম্প মোকাবেলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। অন্যথায় বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেখানেই অগ্নিকান্ডের ঘটনা ঘটছে ফায়ার সার্ভিস সেখানে উপস্থিত হচ্ছে। সেখানে তারা মানুষের জীবন রক্ষায় ঝাঁপিয়ে পড়ছে।

আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সময়োপযোগী এ ধরনের সেমিনার আয়োজনের জন্য তাদের ধন্যবাদ। ভবিষ্যতেও এ ধরনের অয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এই বিভাগের আরো সংবাদ