[bangla_day], [english_date], [bangla_date], [hijri_date], [bangla_time]

ভূতের সিনেমা দেখতে গিয়ে মৃত্যু

প্রকাশঃ June 18, 2016 | সম্পাদনাঃ 18th June 2016

Conjuring_two1466232719

বিনোদন ডেস্ক : হলিউডের আলোচিত ভৌতিক সিনেমা দ্য কনজিউরিং-টু দেখতে গিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু সিনেমাটি শেষ পর্যন্ত দেখতে পারেননি। কারণ তার আগেই ইহলোক ত্যাগ করেছেন তিনি।

ঘটনাটি ঘটেছে ভারতের তামিল নাড়ুর তিরুভান্নামালাই শহরের বালাসুবরামানিয়ার সিনেমা হলে।

জানা গেছে, ৬৮ বছর বয়সি জি রাম মোহন নামের ওই ব্যক্তি অন্ধ্র প্রদেশের কারাপা জেলার বাসিন্দা। সিনেমার ক্লাইমেক্সে হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করেন এবং অজ্ঞান হয়ে যান। তার সঙ্গী এইচ প্রসাদ তাকে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যান কিন্তু হাসপাতালে পোঁছানোর আগেই তার মৃত্যু হয়।

এই বিভাগের আরো সংবাদ