[bangla_day], [english_date], [bangla_date], [hijri_date], [bangla_time]

৪ কোটি ৯০ লাখে কিনেছেন ওয়েস্ট-ইন্ডিজের ব্রেথওয়েট দিল্লি ডেয়ারডেভিলসে।

প্রকাশঃ April 7, 2016 | সম্পাদনাঃ 7th April 2016

71fbc8608975971462c314732e3dd762স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজকে টি-২০ বিশ্বকাপ দেওয়ার পর এ বার দিল্লি ডেয়ারডেভিলসকে আইপিএল জেতাতে দলে এলেন ব্রেথওয়েট। খেলোয়াড় নিলামে দিল্লি  মাত্র ৪ কোটি ৯০ লাখে কিনেছেন ওয়েস্ট-ইন্ডিজের এই তারকাকে।

তাকে দলে পেয়ে দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক জাহির খান বললেন ‘‘আইপিএল হল ধারাবাহিকতার। আমরা চাই দলের ধারাবাহিকতা ধরে রাখার জন্য দলের সবাইকে সমান দায়িত্ব নিতে হবে। আর সেটা ধরে রাখতে আমরা ব্রেথওয়েটকে দলে পেয়ে বেশ খুশি।আর দলে ও আসাতে দলের মনোবলও অনেকটা বেড়ে গেছে।ওয়েস্ট ইন্ডিজকে ও যেভাবে বিশ্বকাপ জিতিয়েছে সেটা ও এখানেও করে দেখাবে।

এই বিভাগের আরো সংবাদ