[bangla_day], [english_date], [bangla_date], [hijri_date], [bangla_time]

বৈশাখ উপলক্ষ্যে কনার গান রেশমী চুড়ি

প্রকাশঃ April 6, 2016 | সম্পাদনাঃ 6th April 2016

kona-new-songবৈশাখের আগেই প্রকাশিত হল জনপ্রিয় সঙ্গীতশিল্পী কনার নতুন গান রেশমী চুড়ি। কলকাতার সঙ্গীতপরিচালক আকাশের সঙ্গীতে গানটির কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। অনলাইনে নতুন গানটি প্রকাশের চারদিনেই দেখেছেন দেড়লাখ দর্শক।

সিনেম্যাটিক ভঙ্গিতে নাচে গানে ভরপুর গানের পরিবেশনায় আগেও নজর কেড়েছেন শিল্পী দিলশাদ নাহার কনা। চার বছর আগে তাঁর শেষ অ্যালবাম সিম্পলি কণার একাধিক গানের মিউজিক ভিডিওতে এমনি ভাবেই ধরা পড়েন তিনি।

চার বছর পর, এবার আর কোন নতুন অ্যালবাম নয় বরং সিঙ্গেলসের দিকেই ঝুঁকেছেন কণা। ৩১ মার্চ নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন নতুন গান রেশমী চুড়ি। আর তার পরই ভক্তদের মাঝে সাড়া ফেলেছে গানটি।

সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনা জানান, “ইভনেক্স সল্যুশন্সের প্রযোজনায় রেশমি চুড়ি গানের কথা লিখেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়, সুর ও সংগীত পরিচালনায় আকাশ সেন। গানটির ভিডিও নির্মাণ ও নৃত্য পরিচালনা করেছেন শিবরাম শর্মা।”

সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনা বলেন, “বৈশাখের উৎসবে রেশমী চুড়ি যোগ করবে বাড়তি উন্মাদনা যোগ করতে বাজবে সব খানে, এমনটাই চাওয়া শিল্পীর।

এই বিভাগের আরো সংবাদ