[bangla_day], [english_date], [bangla_date], [hijri_date], [bangla_time]

বাঘ-সিংহ-ভল্লুকের বন্ধুত্ব!!!

প্রকাশঃ April 2, 2016 | সম্পাদনাঃ 2nd April 2016

 

Friendship

নিউজ ডেস্ক : বাঘের সঙ্গে সিংহ এক খাঁচায় থাকতে পারে? কিংবা সিংহের সঙ্গে ভল্লুক? বা যদি কেউ বাঘ-সিংহ-ভল্লুককে এক খাঁচায়, একসঙ্গে রাখার চেষ্টা করেন, কী হবে?

কোনও প্রাণীবিদকে অদ্ভূতুড়ে এই পরিকল্পনার কথা বললে, নির্ঘাত রে-রে করে উঠবেন। নয়তো মুখে কিছু না বললেও, নিশ্চিত পাগল ভাববেন। কারণ, কল্পজগতের কথা বাদ দিলে, অরণ্যের সংসারে দুঃস্বপ্নেও ভাবা যায় না বাঘ-সিংহ-ভল্লুকের দোস্তি।

এই বিভাগের আরো সংবাদ