[bangla_day], [english_date], [bangla_date], [hijri_date], [bangla_time]

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির আকবর শাহ থানা শাখার অভিষেক অনুষ্ঠান১৬

প্রকাশঃ April 23, 2016 | সম্পাদনাঃ 23rd April 2016

IMG_20160423_132901

নিজস্ব প্রতিবেদক: (স্বাধীনতা৭১ডটকম)


বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির আকবর শাহ থানা শাখার অভিষেক অনুষ্ঠান১৬, নগরীর কৈবল্যধাম হলিফেইম চাইনিজ রেষ্টুরেন্ট হল রুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্টানে উপস্হিত ছিলেন : জনাব এম.আনোয়ারুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চিকিৎসক, খবিরুল ইসলাম,সভাপতি,চট্রগ্রাম জেলা। চিকিৎসক, আবদুল্লাহ আল হাসান,সাধারণ সম্পাদক,চট্রগ্রাম জেলা। চিকিৎসক, আবদুল মান্নান নয়ন, সাংগঠনিক সম্পাদক,চট্রগ্রাম জেলা। প্রধান বক্তা ছিলেন চিকিৎসক,মাহাবুবুল আলম,অর্থ সম্পাদক,চট্রগ্রাম জেলা।

IMG_20160423_135123

সম্মানিত অতিথি ছিলেন চিকিৎসক, কামরুন নাহার (মন্জু),সহ- মহিলা সম্পাদিকা,চট্রগ্রাম জেলা। এই ছাড়াও উপস্থিত ছিলেন চিকিৎসক, মোঃ ইউনুছ,সভাপতি,বাকলিয়া থানা। চিকিৎসক, মোঃ নজরুল ইসলাম,সভাপতি,ডবলমুরিং থানা। চিকিৎসক, মোঃ ফজল করিম,আহবায়ক,কোতোয়ালী থানা। চিকিৎসক, মোঃ নিজাম উদ্দিন দিদার,আহবায়ক,হালিশহর থানা। চিকিৎসক, মোঃ মুজিবুর রহমান,সভাপতি,বন্দর থানা। চিকিৎসক, অসীম কুমার চৌধুরী,সিনিয়র সহ সভাপতি,আকবর শাহ থানা। চিকিৎসক, মোঃ ইউসুফ,সভাপতি, ইপিজেড থানা। চিকিৎসক, জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক,আকবর শাহ থানা। চিকিৎসক, শহীদুল ইসলাম,সভাপতি,আকবর শাহ থানা। অনুষ্ঠানে প্রধান বক্তা চিকিৎসক মাহাবুবুল আলম বলেন প্রতিটি মূহুর্তে মানুষের সেবা করাই বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির মূল উদ্দেশ্য। এছাড়াও যত্রতত্র এন্টিবায়োটিক রোগীদের না দেওয়ার জন্য আহবান জানান।

IMG_20160423_131323

উক্ত অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন অপসোনিন ফার্মা লিমিটেড।

এই বিভাগের আরো সংবাদ