[bangla_day], [english_date], [bangla_date], [hijri_date], [bangla_time]

পাহাড়তলীতে পোশাক শ্রমিকদের উপর পুলিশের গুলি, আহত অর্ধশতাধিক।

প্রকাশঃ April 7, 2016 | সম্পাদনাঃ 7th April 2016
images7চট্টগ্রামের পাহাড়তলীতে পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যকার সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে শ্রমিকদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে সাগরিকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, এ গার্মেন্টসে দীর্ঘদিন ধরে মালিক-শ্রমিক বিরোধ চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এখন শ্রমিকরা গার্মেন্টসের সামনে বিক্ষোভ করছে। ঘটনাস্থলে পাহাড়তলী থানা পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত আছেন।

এই বিভাগের আরো সংবাদ