[bangla_day], [english_date], [bangla_date], [hijri_date], [bangla_time]

নভোচারীদের সঙ্গে ‘ফেসবুক লাইভ’ চ্যাট জুকারবার্গের

প্রকাশঃ May 28, 2016 | সম্পাদনাঃ 28th May 2016

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানকারী তিনজন নভোচারীর সঙ্গে ‘ফেসবুক লাইভ’ চ্যাট করবেন সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মার্ক জুকারবার্গ।

২০ মিনিটের এ ভিডিও চ্যাটে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র ফেসবুক পেজে পোস্ট করা ভিউয়ারদের বিভিন্ন প্রশ্ন সম্পর্কেও নভোচারীদের কাছে জানতে চাইবেন তিনি।

১ জুন স্থানীয় সময় ১২টা ৫৫ মিনিটে তাদের মধ্যকার এ চ্যাট অনুষ্ঠিত হবে বলে নাসা এক বিবৃতিতে জানায়। খবর পিটিআই’র

জুকারবার্গ যে তিন নভোচারীর সঙ্গে চ্যাট করবেন তারা হলেন নাসার দুই নভোচারী টিম কোপরা ও জেফ উইলিয়ামস। আর তৃতীয় নভোচারী হলেন ইউরোপীয়ান স্পেস এজেন্সির নভোচারী টিম পিকে।

এই বিভাগের আরো সংবাদ