[bangla_day], [english_date], [bangla_date], [hijri_date], [bangla_time]

নবনির্বাচিত নেতাদের প্রতি প্রধানমন্ত্রী উপদেশ

প্রকাশঃ April 12, 2016 | সম্পাদনাঃ 12th April 2016

pm_200_200নামসর্বস্ব নেতা না হয়ে, মানুষের প্রতি দায়িত্ব পালনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে দলের নবনির্বাচিত নেতাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবনে, ঢাকা মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত উত্তর ও দক্ষিনের নেতাদের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে এ আহবান জানান, তিনি। সেই সাথে জঙ্গীবাদ বিষয়ে সতর্ক থাকতে নগরবাসীকে সচেতন করার কথাও বলে, প্রধানমন্ত্রী।

ঢাকা মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত উত্তর ও দক্ষিনের নেতাদের সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাত।

গণভবনে উপস্থিত নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী পদ পাওয়া নেতাদের অভিনন্দন জানান। আহ্বান জানান, নামসর্বস্ব নেতা না হয়ে, মানুষের প্রতি দায়িত্ব পালনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার।

জঙ্গীবাদ বিষয়ে সতর্ক থাকতে নগরবাসীকে সচেতন করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আবারো যে কোন সন্ত্রাসী কর্মকান্ড কঠোর হাতে দমনের কথাও বলেন তিনি।

বিএনপি-জামায়াতের সহিংসতা না হলে, ২০১৫ সালেই সাত ভাগ প্রবৃদ্ধি অর্জন হতো বলেও মনে করেন.. প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই বিভাগের আরো সংবাদ