[bangla_day], [english_date], [bangla_date], [hijri_date], [bangla_time]

তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ১২ জনের।

প্রকাশঃ April 20, 2016 | সম্পাদনাঃ 20th April 2016

rangpuraccident_200_200

সড়ক পথে আবারো মৃত্যুর মিছিল। এবার রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ১২ জনের। এদের মধ্যে পরিচয় মিলেছে ৬ জনের।

দুর্ঘটনায় আহত অন্তত ৬৬ জনকে ভর্তি করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান, চিকিৎসক।

রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার ইকরচালি এলাকা। সকাল ১১টার দিকে, এই এলাকায় পাংচার হয়, কুমিল্লা থেকে দিনাজপুরগামী সায়মন এন্টারপ্রাইজের একটি বাসের সামনের চাকা। নিয়ন্ত্রণ হারালে, সৈয়দপুর থেকে রংপুরগামী তৃপ্তি পরিবহনের বাসের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়।

আহতদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করে, ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসন। এছাড়া, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার কথা জানিয়েছে, পুলিশ।

হতাহতের স্বজনরা ভিড় কোরে আছেন, তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ

এই বিভাগের আরো সংবাদ