[bangla_day], [english_date], [bangla_date], [hijri_date], [bangla_time]

তানিন ও আদিরের ‘রাজা রানীর গল্প’

প্রকাশঃ April 1, 2016 | সম্পাদনাঃ 1st April 2016

photo-1459510985শুরু হয়েছে নতুন চলচ্চিত্র ‘রাজা রানীর গল্প’-এর দৃশ্যধারণের কাজ। ছবিটি পরিচালনা করছেন আনোয়ার শিকদার। ছবিতে অভিনয় করছেন নবাগত নায়ক আদির ও  নায়িকা তানিন।

এরই মধ্যে ছবিটির গানের দৃশ্যধারণের কাজ করা হয়েছে। আগামীকাল শনিবার শেষ হবে ছবির প্রথম পর্যায়ের দৃশ্যধারণের কাজ।

‘রাজা রানীর গল্প’ ছবির পরিচালক আনোয়ার শিকদার বলেন, ‘আমরা গত বুধবার ছবির শুটিং শুরু করেছি। গত দুদিন আশুলিয়ার বিরুলিয়ায় অবস্থিত প্রিয়াংকা শুটিং স্পটে শুটিং করেছি। আজ থেকে গাজীপুরের পুবাইলে শুটিং করছি। আগামীকাল আমাদের একটি গানের শুটিং শেষ হবে।’

ছবির গল্প নিয়ে পরিচালক বলেন ‘একেবারেই প্রেমনির্ভর ছবি। নায়িকা অনেক বড়লোকের মেয়ে। আর নায়ক গরিব। এ ধরনের গল্প নিয়ে দর্শক এর আগেও অনেক ছবি দেখেছে। কিন্তু আমার এই ‘রাজ রানীর গল্প’ ছবিতে ভিন্নতা পাবে। আমি আশাবাদী, ছবিটি দর্শকদের কাছে ভালো লাগবে।’

ছবির নায়িকা তানিন বলেন, ‘ছবিতে আমি বড়লোকের অহংকারী মেয়ে, গরিব ছেলের প্রেমে পড়ে যাই। শুনে একেবারেই সাধারণ গল্প মনে হলেও এর ভেতর আরো অনেক কিছুই আছে। গল্পটা বলতে চাই না, কারণ সেটা দর্শক হলে গিয়ে দেখবে। আগামীকাল আমাদের একটি গানের শুটিং শেষ হচ্ছে। ছোট একটা বিরতির পর টানা সিকোয়েন্সের শুটিং হওয়ার কথা রয়েছে।’

ছবির নায়ক আদির বলেন, ‘বর্তমান সময়ে অনেক নতুন ছেলেমেয়ে চলচ্চিত্রে কাজ করতে আসছে। যারা শুধু অভিনয়ই নয়, ঠিকমতো চলচ্চিত্র নিয়ে গবেষণাও করে। সারা বিশ্বের কোথায় কোন ছবি হচ্ছে, কেমন চলছে, তা নিয়ে রীতিমতো গবেষণা করছে। তাদের আগ্রহ আছে, তারা লেখাপড়া করছে। বাংলাদেশের চলচ্চিত্র সুন্দর একটা অবস্থানে নিয়ে যেতে চাই আমরা। দর্শক যদি হলে এসে আমাদের উৎসাহ দেয়, তা হলে একদিন চলচ্চিত্রের বাজার ভালো করব ইনশাল্লাহ্।’

এই বিভাগের আরো সংবাদ