[bangla_day], [english_date], [bangla_date], [hijri_date], [bangla_time]

ঢাবির ‘যোগাযোগ বৈকল্য’ বিভাগে ভাষা-বাচন সমস্যা শনাক্তকরণ কর্মসূচি

প্রকাশঃ April 1, 2016 | সম্পাদনাঃ 1st April 2016

photo-1459445674ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘যোগাযোগ বৈকল্য’ বিভাগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও অটিজম সচেতনতা দিবস আগামী ২ এপ্রিল, শনিবার। এ উপলক্ষে বিভাগটির পক্ষ থেকে শিশু ও বয়স্কদের ভাষা ও বাচন সমস্যা শনাক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে (লেকচার থিয়েটার বিল্ডিং) এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে অটিস্টিক, সিপি, এডিএইচডি, ডাউন সিনড্রোমসহ অন্যান্য ভাষা বৈকল্যে আক্রান্ত শিশু ও স্ট্রোকের বয়স্ক রোগীদের বিনামূল্যে ভাষা ও বাচন সমস্যা শনাক্ত করা হবে।

শনাক্তকরণ কার্যক্রমে ডাক্তার, মনোবিজ্ঞানী, স্পিচ থেরাপিস্ট, ফিজিও থেরাপিস্ট, ডেন্টিস্টদের সমন্বয়ে গড়া বিশেষজ্ঞ বোর্ড অংশ নেবে।

এর পাশাপাশি রোগীদের বিনামূল্যে দন্ত্য, মেডিকেল ও ফিজিওথেরাপি চেকআপ করা হবে। এজন্য রেজিস্ট্রেশন করতে ও বিস্তারিত জানতে যোগাযোগ করতে হবে : যোগাযোগ বৈকল্য বিভাগ, কক্ষ- ২০৮৮, কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।

মোবাইল ফোন নম্বর- ০১৯১৮১০৮৫৬৬, ০১৭৯৭৩৪১৪৫৭, ০১৭১৬৬৩৭৯৯২, ০১৭১২৭৪৯৫৪৫, ০১৯৩৭১২৯৭৭২, ০১৭১৫০৪০৮০২, ০১৬৭৫৭৬৫০৪২।

এই বিভাগের আরো সংবাদ