[bangla_day], [english_date], [bangla_date], [hijri_date], [bangla_time]

ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হচ্ছে আরেকটি ননস্টপ ট্রেন

প্রকাশঃ June 15, 2016 | সম্পাদনাঃ 15th June 2016

ঢাকা: ঢাকা-চট্টগ্রাম রুটে ননস্টপ সুবর্ণ এক্সপ্রেসের পর চালু হচ্ছে আরেকটি ননস্টপ ট্রেন। আজ বুধবার দুপুরে রেলভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী মুজিবুল হক।

মুজিবুল হক বলেন, প্রধানমন্ত্রী যেদিন আমাদের সময় দেবেন সেদিন থেকে আমরা ঢাকা-চট্টগ্রাম রুটে নতুন আরেকটি ননস্টপ ট্রেন চালু করবো। এ ট্রেনের নাম এখনো চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রীর দপ্তরে কয়েকটি নামের প্রস্তাব দেয়া হয়েছে তিনি এর মধ্যে থেকে যেকোনো একটি চূড়ান্ত করবেন।

এদিকে, রেলওয়ে সূত্রে জানা গেছে, রমজানের মধ্যে নতুন এ ট্রেনটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও বঙ্গবন্ধু এক্সপ্রেস, বে-এক্সপ্রেস, সুবর্ণ-২, রাজধানী এক্সপ্রেসসহ পাঁচটি নামের খসড়া প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত রেলের সচিব ফিরোজ সালাহউদ্দিন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন প্রমুখ।

এই বিভাগের আরো সংবাদ