[bangla_day], [english_date], [bangla_date], [hijri_date], [bangla_time]

প্রশংসিত ছবি ‘ছুঁয়ে দিলে মন’ এর কিছু দৃশ্য।

প্রকাশঃ June 19, 2016 | সম্পাদনাঃ 19th June 2016

bg-c-d-m20160619024946

শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ গত বছর মুক্তির পর বেশ প্রশংসিত হয়। ছবিটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদে। চ্যানেল আইতে দেখা যাবে আরিফিন শুভ ও জাকিয়া বারী মম জুটির রসায়ন। চমকপ্রদ ব্যাপার হলো, মুক্তির আগে বাদ দেওয়া কিছু দৃশ্যও যুক্ত করা হচ্ছে।

গত ১৭ জুন ফেসবুকে এ তথ্য দিয়েছেন পরিচালক। তিনি বাংলানিউজকে বলেন, ‘ছবিটির জন্য আমরা সময় বরাদ্দ করেছিলাম পৌনে তিন ঘণ্টা। কিন্তু সেন্সর বোর্ডে জমা দিতে হয়েছে আড়াই ঘণ্টা। এ কারণে কিছু দৃশ্য বাদ দিতে বাধ্য হয়েছিলাম। বাদ দেওয়া দৃশ্যগুলো যুক্ত করার সুযোগ আছে ছোট পর্দায়। ফলে টিভিতে পৌনে তিন ঘণ্টাই থাকছে ছবিটির দৈর্ঘ্য।’

জানা গেছে, মোট সাতটি দৃশ্য যোগ করা হচ্ছে। চ্যানেল আইতে ঈদের পরদিন সকাল সাড়ে ১০টায় প্রচার হবে ‘ছুঁয়ে দিলে মন’। এতে আরও অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, নওশাবা, ইরেশ যাকের, সুষমা সরকার, আনন্দ প্রমুখ।

* ‘ভালোবাসা দাও’ গানের ভিডিও : 


এই বিভাগের আরো সংবাদ