[bangla_day], [english_date], [bangla_date], [hijri_date], [bangla_time]

চিকিৎসার জন্য ব্যাংককে গেলেন ফখরুল

প্রকাশঃ April 28, 2016 | সম্পাদনাঃ 28th April 2016

,2016_04_15_07_46_07_p5R7vqbwoobySF0z5woCQCQEhJrtzp_original

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা : নিয়মিত শারীরিক চেকআপের অংশ হিসেবে ব্যাংকক গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৯ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। মির্জা ফখরুলের সাথে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলামেইলকে এ তথ্য জানিয়েছেন। মির্জা ফখরুলের দেশে ফেরার বিষয়টি তার চিকিৎসার ওপর নির্ভর করছে বলে জানান তিনি।

এই বিভাগের আরো সংবাদ