[bangla_day], [english_date], [bangla_date], [hijri_date], [bangla_time]

চট্টগ্রাম সিটি মেয়রকে স্মারকলিপি প্রদান

প্রকাশঃ June 16, 2016 | সম্পাদনাঃ 16th June 2016

 

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ডিজি অফিসের প্রতিনিধি রাখার দাবীতে সিটি মেয়রকে স্মারকলিপি প্রদান।

চসিক কলেজ শিক্ষকদের বিভিন্ন দাবী সহ শিক্ষা নীতিমালা প্রণয়ন কমিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ডিজি অফিসের প্রতিনিধি রাখার দাবীতে সিটি মেয়রকে স্মারকলিপি প্রদান।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে পরিচালিত কলেজ সমূহের দ্বারা গঠিত শিক্ষক সমিতির উদ্যোগে ১৫ জুন ২০১৬ খ্রি. বুধবার, বিকেলে নগর ভবনে মেয়র দপ্তরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর নিকট চসিক কলেজ শিক্ষকদের পদোন্নতি, বেতন বৈষম্য দুরীকরণ, চাকুরী স্থায়ী করণ, শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগ ও প্রস্তাবিত শিক্ষা নীতিমালা প্রণয়ন কমিটিতে চট্টগ্রাম।

বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা দপ্তরের ডিজি অফিস থেকে প্রতিনিধি অন্তর্ভূক্ত করার দাবী সহ ৬ দফা দাবীতে একখানা স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপি গ্রহণ করে সিটি মেয়র বেসরকারী কলেজ পরিচালনার নীতিমালার আলোকে পেশকৃত দাবী সমূহ বিবেচনার আশ্বাস দেন। তিনি শিক্ষকদের উপর অর্পিত পবিত্র দায়িত্ব যথা নিয়মে সম্পাদনে আন্তরিক হওয়ারও পরামর্শ দেন।মেয়র বলেন, শিক্ষার গুনগুত মান বৃদ্ধি সহ পাশের হার শতভাগে উন্নিত করতে শিক্ষকদের আন্তরিক হতে হবে।

স্মারকলিপি পেশকালে শিক্ষক সমিতির সভাপতি মোস্তফা কামাল, সিনিয়র সহ সভাপতি আবু তালেব বেলাল, ড. মহিবুবুল হক, সাধারণ সম্পাদক সাহেদুল কবির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সিদ্ধার্থ কর, যুগ্ম সম্পাদক জিন্নাত পারভীন সাকী, প্রচার সম্পাদক হুমায়ুন কবির, অর্থ সম্পাদক প্রনব কুমার দে, সমাজকল্যাণ সম্পাদক মনিরুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক রাজিব সাহা, দেব প্রিয়, মোহাম্মদ আলী, নন্দিতা বড়–য়া, নির্মল পাল,ইকরামুল কবির,ফয়েজুল কবির,আবু বক্কর সহ অন্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো সংবাদ