[bangla_day], [english_date], [bangla_date], [hijri_date], [bangla_time]

চট্টগ্রামের মঞ্চে ‘নয়ে নাটুয়া’ প্রযোজনা ‘বড়দা বড়দা’

প্রকাশঃ October 27, 2017 | সম্পাদনাঃ 27th October 2017

মোঃ রেজাউল করিম, চট্রগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে ৯ দিনব্যাপি আন্তর্জাতিক নাট্যোৎসব। নান্দীমুখ নাট্যদলের ২৭ বছর পূর্তি উপলক্ষে গত ২০-২৮ অক্টোবর ‘নানা রঙের আলোয় বিশ্বনাটক’ শিরোনামে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলানায়তনে।বাংলাদেশ, ভারত, ইরান ও নরওয়ের ১০টি নাট্যদল তাদের প্রযোজনা মঞ্চস্থ করছে এই আয়োজনে। উৎসবে আজ শুক্রবার(২৭ অক্টোবর) সন্ধ্যায় ৭টায় মঞ্চস্থ হবে ভারতের ‘নয়ে নাটুয়া’ প্রযোজনা ‘বড়দা বড়দা’। এই নাটকটিতে অভিনয় করবেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত অভিনেতা গৌতম হালদার।‘নান্দীমুখ’-দল প্রধান অভিজিৎ সেনগুপ্ত  জানান, গৌতম হালদার এখন চট্টগ্রামে রয়েছেন। সন্ধ্যায় তিনি মঞ্চে অভিনয় করবেন। গৌতম হালদারের নাটক দেখার জন্য চট্টগ্রামে দর্শকের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ২৮ অক্টোবর সন্ধ্যায় নান্দীমুখের এই আন্তর্জাতিক নাট্যোৎসবের পর্দা নামবে। সমাপনী সন্ধ্যায় অতিথি থাকবেন নরওয়ের রাষ্ট্রদূত সিসেল ব্লেকেন। সমাপনী সন্ধ্যায় নরওয়ের ড্রপ প্রডাকশন মঞ্চস্থ করবে তাদের প্রযোজনা ‘হেরিটেজ’।‘নান্দীমুখ’-দল প্রধান অভিজিৎ সেনগুপ্ত বলেন, এবারের উৎসবে দর্শকের ভালো সাড়া পেয়েছি। আমাদের উদ্দেশ্য ছিল নতুন নাট্যদর্শক তৈরি করা। সেই জায়গায় আমরা অনেকটাই সফল হয়েছি। উৎসবকে ঘিরে অনেক নতুন দর্শক নাটক দেখতে এসেছেন। চট্টগ্রামের নাট্যাঙ্গনে এই উৎসব ভিন্ন মাত্রা যোগ করবে বলেই বিশ্বাস করি।

এই বিভাগের আরো সংবাদ