[bangla_day], [english_date], [bangla_date], [hijri_date], [bangla_time]

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় আইনজীবীসহ নিহত ২

প্রকাশঃ June 2, 2016 | সম্পাদনাঃ 2nd June 2016
Feature Imageস্বাধীনতা৭১ডটকম

কক্সবাজার: কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় আইনজীবীসহ দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লিংক রোডের বিচ পাবলিক স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের মধ্যে কেবল আইনজীবী হুমায়ুন আহমদের নাম জানা গেছে। তিনি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। বাকিদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

বিচ পাবলিক স্কুলের পরিচালক এজিএম ফেরদৌস জানান, সকালে সিএনজিচালিত অটোরিকশায় রামুর কলঘর এলাকা থেকে কক্সবাজার যাচ্ছিলেন অ্যাডভোকেট হুমায়ুন আহমদ। সকাল সাড়ে ৮টার দিকে লিংক রোড এলাকায় পৌঁছলে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে হুমায়ুন আহমদ ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন পাঁচজন। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাংলাবাজার এলাকা থেকে লোকজন বাসটি জব্দ করে।

এই বিভাগের আরো সংবাদ