[bangla_day], [english_date], [bangla_date], [hijri_date], [bangla_time]

আসন্ন ঈদুর ফিতর থেকে শুরু করে এমপিরাও উৎসব বোনাস চান।

প্রকাশঃ June 16, 2016 | সম্পাদনাঃ 16th June 2016

1466068367656

 

জ্যেষ্ঠ প্রতিবেদক: আসন্ন ঈদুর ফিতর থেকে শুরু করে এমপিরাও উৎসব ভাতা চেয়েছেন। তারা বলেছেন , অন্য সরকারি কর্মকর্তা -কর্মচারীদের মত আমাদের বোনাস দেয়া হক। কিন্তু আমরা কেন বোনাস পাই না? আমরাও বোনাস চাই। আমাদেরও বোনাসের ব্যবস্থা করা হোক।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে  এমপিরা এ দাবি জানান। এর আগে সকাল ১০ টা ৪৫ মিনিটে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।

আলোচনায় অংশ নিয়ে গাইবান্ধা-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. মো. ইউনুস আলী বলেন, সবাই উৎসব বোনাস পেলেও সংসদ সদস্যরা তা পান না।আমরা জনগণের প্রতিনিধি আমাদের সকল সুযোগ সুবিধা দিতে হবে। এ সময় টেবিল চাপড়ে তার এ দাবির প্রতি সমর্থন জানান অন্যান্য এমপি।

তিনি বলেন, বিভিন্ন উৎসবে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ঈদ বোনাস পান। কিন্তু আমরা কেন বোনাস পাই না? আমরাও বোনাস চাই। আমাদেরও বোনাসের ব্যবস্থা করা হোক।

এই বিভাগের আরো সংবাদ