[bangla_day], [english_date], [bangla_date], [hijri_date], [bangla_time]

এখনই সাসেক্স ছাড়ছেন না মুস্তাফিজের বদলী ক্রিকেটার উইসে!

প্রকাশঃ June 7, 2016 | সম্পাদনাঃ 7th June 2016

242091.3

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) খেলার কারণে ন্যাটওয়েস্ট ব্লাস্ট টি-টোয়েন্টিতে সাসেক্সের হয়ে প্রথম ম্যাচগুলোতে অংশ নিতে পারেননি মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের বদলী হিসেবে ডেভিড উইসেকে চুক্তিবদ্ধ করে সাসেক্স। তবে দুই ম্যাচের জন্য উইসেকে চুক্তিবদ্ধ করলেও দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডারের সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছে সাসেক্স

আইপিএলে টানা ১৬ ম্যাচ খেলার পর বিশ্রামের জন্য মুস্তাফিজের কাউন্টিতে অংশগ্রহণে কিছুটা বিলম্ব হয়। তবে হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে মুস্তাফিজের অংশগ্রহণ নিয়ে কিছুটা শঙ্কা দেখা দেয়। আইপিএল শেষে দেশে ফিরে মুস্তাফিজের ফিটনেস পরীক্ষার পর দেখা যায়, হ্যামস্ট্রিংয়ের ইনজুরি থেকে এখনও পুরোপুরিভাবে সেরে উঠে পারেনি বাঁহাতি এ পেসার।

আর আগে আইপিএল চলাকালীন সাসেক্স মুস্তাফিজের বদলী হিসেবে প্রোটিয়া পেস বোলিং অলরাউন্ডার ডেভিড উইসেকে দুই ম্যাচের জন্য দলে ভিড়ায় সাসেক্স। সাসেক্সের হয়ে দুই ম্যাচ খেলে দুটিতেই জয়ের দেখা পেয়েছেন উইসে। প্রথম ম্যাচে সামারসেটের বিপক্ষে বল হাতে ৩৮ রানে চার উইকেট শিকার করেন তিনি। শুক্রবার নিজের দ্বিতীয় ম্যাচে সারে’র বিপক্ষে ৮ বলে ১৬ রান করেন এই অলরাউন্ডার।

উইসেকে দলে রাখতে পেরে সাসেক্স অধিনায়ক লুক রাইট খুবই উচ্ছ্বসিত। বলেন, ‘আমাদের ভাগ্য ভালো আমরা তাকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের(সিপিএল) যাওয়ার আগে ধরে রাখতে পেরেছি।’

তবে মুস্তাফিজের ইস্যুতে সাসেক্স অধিনায়ক তাদের অপেক্ষার কথা জানিয়ে বলেন, ‘আমরা মুস্তাফিজের হ্যামিস্ট্রিং ইনজুরি থেকে সেরে ওঠার অপেক্ষায় আছি। আমি মনে করি মুস্তাফিজের ইনজুরি সমস্যা খুব বেশি নয়।’

এদিকে সবকিছু ঠিক আগামী দশ জুন সাসেক্সের হয়ে মাঠে নামার কথা রয়েছে মুস্তাফিজের। শুক্রবারের ম্যাচে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সাসেক্সের প্রতিপক্ষ কাউন্টি দল কেন্ট।

এই বিভাগের আরো সংবাদ