[bangla_day], [english_date], [bangla_date], [hijri_date], [bangla_time]

একদিনের ব্যবধানে তুরস্কে পুলিশের ওপর আবার হামলা

প্রকাশঃ June 8, 2016 | সম্পাদনাঃ 8th June 2016
একদিনের ব্যবধানে তুরস্কে পুলিশের ওপর আবার হামলা
ছবি- সংগৃহীত

ঢাকা: তুরস্কের মারদানে অবস্থিত একটি পুলিশ স্টেশনে গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা না গেলেও বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বুধবার (০৮ জুন) দেশটির নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

২৪ ঘণ্টার ব্যবধানে দেশটির পুলিশের ওপর এ হামলার ঘটনা ঘটলো। এর আগে মঙ্গলবার (০৭ জুন) ইস্তাম্বুল শহরে পুলিশের গাড়িকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনায় সাত পুলিশ সদস্যসহ ১১ জন নিহত হন। এছাড়া আহত অবস্থায় দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অন্তত ৩৬ জন।

তাৎক্ষণিক এ হামলার দায় স্বীকার করেনি কোনো জঙ্গি সংগঠন।

এই বিভাগের আরো সংবাদ