[bangla_day], [english_date], [bangla_date], [hijri_date], [bangla_time]

ইস্তাম্বুলে পুলিশের গাড়িতে বোমা হামলা, নিহত ১১

প্রকাশঃ June 7, 2016 | সম্পাদনাঃ 7th June 2016
ইস্তাম্বুলে পুলিশের গাড়িতে বোমা হামলা, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য ইস্তাম্বুলে পুলিশের একটি গাড়িতে বোমা হামলা চালানো হলে কমপক্ষে ১১ ব্যক্তি নিহত হয়। আহত হয় ৩৬ ব্যক্তি। কর্মকর্তারা এ তথ্য জানান।

শহরের কর্মব্যস্ত ভেজনেসিলার এলাকা দিয়ে যাওয়ার সময় মঙ্গলবার সকালে বাসটি লক্ষ্য করে দূর নিয়ন্ত্রণ বোমার বিষ্ফোরণ ঘটানো হয়।

হামলার দায় দায়িত্ব কোনো গ্রুপ স্বীকার করেনি। অতি সম্প্রতি তুরস্কে সহিংসতা বেড়ে গেছে। প্রতিবেশী সিরিয়া সংঘাত ও কূর্দী বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষের কারণে তুরস্কে সহিংসতা বৃদ্ধি পায়।

ইসতাম্বুলের গভর্নর জনান, হামলায় ৩৬ ব্যক্তি আহত হয়।

ছবিতে দেখা যায়, ক্ষতিগ্রস্ত বাসটির ধ্বংসাবশেস ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বিষ্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন ভবনের সামনের দিকের অংশ। ছবিতে কয়েকজন দাঙ্গা পুলিশকেও দেখা যায়।

বিভিন্ন খবরে বলা হয়, বিস্ফোরণের পরপর ঘটনাস্থল থেকে গোলাগুলির শব্দ শোনা যায়।

ইসলামিক স্টেট ও কুর্দি জঙ্গি, উভয়ই বলছে তুরস্কে সম্প্রতিক হামলার পেছনে তারাই তৎপর রয়েছে।

প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোগান বলেছেন, তুর্কী নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কুলিয়ে উঠতে না পেরে সন্ত্রাসী সংগঠনগুলো এখন বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।

তুরুস্ক আইএস’র বিরুদ্ধে মাকিন নেতৃত্বাধীন কোয়ালিশনে যোগ দিয়েছে। এছাড়া ইরাক ও সিরিয়ায় হামলা চালানোর জন্য কোয়লিশন বাহিনীকে ইনসার্লিক বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে।

 

এই বিভাগের আরো সংবাদ