[bangla_day], [english_date], [bangla_date], [hijri_date], [bangla_time]

আসিফ-ন্যানসির কণ্ঠে ‘আয় খুকু আয়’ (ভিডিও)

প্রকাশঃ May 7, 2016 | সম্পাদনাঃ 7th May 2016

asif-nancy

ছবি সংগৃহীত

বহুবছর আগে থেকেই ‘আয় খুকু আয়’ শিরোনামের গানটি মানুষের মুখে মুখে ঘুরে ফেরে। হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদারের গাওয়া এই গানটি এবার নতুনভাবে শ্রোতাদের সামনে উপস্থাপন করলেন আসিফ এবং ন্যানসি। ‘তাদের ‘ঝগড়ার গান’ শিরোনামের একটু দ্বৈত অ্যালবামে ছিল গানটি।

সম্প্রতি প্রকাশিত হয়েছে এর মিউজিক ভিডিও। গত ২৯ জানুয়ারি অনলাইনে প্রকাশ করা হয় ভিডিওটি। এটি নির্মাণ করেছেন এলান। গান গাওয়ার পাশাপাশি ভিডিওতেও দেখা গেছে আসিফের পারফরম্যান্স। নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন ভিডিওটি

এই বিভাগের আরো সংবাদ