[bangla_day], [english_date], [bangla_date], [hijri_date], [bangla_time]

আসলাম চৌধুরীর সম্পদের অনুসন্ধান করবে দুদক

প্রকাশঃ May 18, 2016 | সম্পাদনাঃ 18th May 2016
Feature Imageঢাকা : বিএনপির যুগ্ম মহাসচিব এম আসলাম চৌধুরীর বিরুদ্ধে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৮ মে) দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

তিনি জানান, অনুসন্ধান কমিটির কর্মকর্তা হিসেবে দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে। তদারককারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাইজিং গ্রপ, একাধিক সিএনজি স্টেশন ও লবণ কারখানাসহ শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

এই বিভাগের আরো সংবাদ