[bangla_day], [english_date], [bangla_date], [hijri_date], [bangla_time]

এসপ্তাহে আপনার ভাগ্য কেমন যাবে?

প্রকাশঃ August 23, 2016 | সম্পাদনাঃ 23rd August 2016

স্বাধীনতা৭১ ডেস্ক : সকলের ধনভাগ্য থাকে না, কারোর কারোর থাকে। ভারতীয় জ্যোতিষ জাতকের ধনভাগ্য নির্ণয়ে যে লক্ষণগুলির উপরে জোর দেয়, তার মধ্যে লক্ষ্মীযোগ অন্যতম। কোষ্ঠী বা কুণ্ডলীতে থাকা লক্ষ্মীযোগ-ই নির্ধারণ করতে পারে জাতকের জীবনে ধনাগম, সঞ্চয় ইত্যাদিকে।

* জ্যোতিষ-মতে, লক্ষ্মী যোগ খুব সাধারণ ব্যাপার নয়। মঙ্গল ও চন্দ্রের সহাবস্থানই একমাত্র এই যোগকে সূচিত করতে পারে।

*  জাতকের কোষ্ঠীতে যদি দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ একাদশে এবং একাদশের অধিপতি গ্রহ দ্বিতীয়ে অবস্থান করে, তা হলে লক্ষ্মী যোগ সূচিত হয়।

যদি দ্বিতীয়ের অধিপতি গ্রহ এবং একাদশের অধিপতি নবম ঘরের অধিপতির দ্বারা নিয়ন্ত্রিত হতে থাকে, তবে লক্ষ্মী যোগের সম্ভাবনা প্রবল।

* কোষ্ঠীতে শুক্রের অবস্থানও এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ঘরে শুক্রের অবস্থান হলে জাতকের ধনভাগ্য তুমুল।

প্রাচীন জ্যোতিষ অনুসারে ভগবান বুদ্ধের জন্মপত্রিকায় কোনও লক্ষ্মী যোগ ছিল না। থাকার কথাই নয়। তবে বুদ্ধদেব যে সম্পদ পেয়েছিলেন, তার কাছে পার্থিব ধনভাগ্য লাগে কি?

* বিভিন্ন রাশির জাতকের ধনভাগ্য কেমন, তা-ও বর্ণনা করে জ্যোতিষ শাস্ত্র—

মেষ : পঞ্চম ঘরে মঙ্গল, শনি এবং বৃহস্পতি থাকায় ধনাগম মন্দ নয়।

বৃষ :  দ্বিতীয় ঘরে শনি-মঙ্গলের অবস্থানহেতু এঁদের ধনাগম আকস্মিক।

মিথুন : বুধ ও শনি নবম ঘরে তাদের স্থান পরিবর্তন করে, ফলে ধনাগম যথেষ্ট। এতে চন্দ্র যোগ দিলে সোনায় সোহাগা। পিতৃধন লাভ নিশ্চিত।

কর্কট :  দ্বিতীয় বা দ্বাদশ ঘরে শুক্র অবস্থান করায় এবং বৃহস্পতি কেতুর সঙ্গে স্থান বিনিময় করায় ধন ও খ্যাতি— দুই-ই লাভ হয়।

সিংহ : চতুর্থ ঘরে মঙ্গল থাকলে এবং শুক্র সহেয় হলে ধনাগম রীতিমতো ভাল। ব্যাবসায় শুভ।

কন্যা : দ্বিতীয়ে কেতু এবং শুক্র অবস্থান করলে আকস্মিক ধনলাভ। সম্পত্তি ক্রয়ের যোগও থাকে।

তুলা : শুক্র ও কেতুর দশায় অর্থাগম হয়। কিন্তু খরচও মন্দ নয়।

বৃশ্চিক : বুধ ও বৃহস্পতির প্রবাবে কোটিপতি হওয়ার যোগ থাকে এঁদের। চন্দ্র যোগ দিলে সেই সঙ্গে উদিত হয় অন্য ভাগ্যও।

ধনু : অষ্টমে চন্দ্র থাকলে শুভ। রবি-কেতু-বৃহস্পতির প্রভাবেও অর্থাগম হয়।

মকর : চন্দ্র সহায় থাকলে বিপুল ধনলাভ। লগ্নে তুলা থাকলে কোটিপতি হওয়ার সম্ভাবনা।

কুম্ভ : দশমে চন্দ্র ও শনির স্থান বিনিময়ে লাভের সম্ভাবনা। ষষ্ঠে বুধ অবস্থান করলেও শুভ। অর্থের সঙ্গে খ্যাতি উপরি পাওনা।

মীন : দ্বিতীয়ে চন্দ্র এবং পঞ্চমে বুধ থাকলে অর্থাগম নিয়মিত। ষষ্ঠে বৃহস্পতি থাকলে বিপুল ধনাগম।

এই বিভাগের আরো সংবাদ