[bangla_day], [english_date], [bangla_date], [hijri_date], [bangla_time]

আনোয়ারায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার

প্রকাশঃ April 26, 2016 | সম্পাদনাঃ 26th April 2016

2016_03_01_10_51_12_R2b1raUX1aiGW2yGCld3criY3zgPkv_original

সিনিয়র করেসপন্ডেন্ট।

চট্টগ্রাম : আনোয়ারা উপজেলার গহীরা উপকূলীয় ছিপাতলী ঘাট থেকে পরিত্যক্ত অবস্থায় ব্যাগভর্তি এক লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে কোস্টগার্ড।

সোমবার গভীর রাতে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান কোস্টগার্ড পূর্বাঞ্চলের লেন্স করপোরাল অাব্দুল্লাহ আল মামুন।

তিনি বাংলামেইলকে বলেন, ‘গতরাতে গহীরা উপকূলে কোস্টগার্ডের একটি টহল টিম দেখে ছিপাতলী ঘাটে অবস্থানকারী একজন ইয়াবা পাচারকারী ব্যাগভর্তি ইয়াবা ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগটি তল্লাশি করলে সেখানে এক লাখ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।’

এ ঘটনায় বেলা ১২ টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান কোস্টগার্ডের এ মিডিয়া অফিসার।

এই বিভাগের আরো সংবাদ