[bangla_day], [english_date], [bangla_date], [hijri_date], [bangla_time]

অবয়ব নাট্যদলের ২৩তম প্রযোজনা নাটক ‘ফেরিওয়ালা’

প্রকাশঃ April 6, 2016 | সম্পাদনাঃ 6th April 2016
মঞ্চস্থ Ferioyalaহল অবয়ব নাট্যদলের নাটক ফেরিওয়ালা। শিল্পকলা একাডেমীর স্টুডিয়ো থিয়েটার হলে হয়ে গেলো নাটকটির দশম প্রদর্শনী। নাটকটি দলের তেইশতম প্রযোজনা।

গ্রামে আগত নতুন সাহেব হেঁকে হেঁকে দুঃখ কিনতে চায়। গ্রামের সরল সোজা মানুষ সেই মোহে পোরে জমানো দুঃখ নিয়ে চলে আসে বাঁধের ধারে। এমন গল্প নিয়েই নাটক ফেরিওয়ালা।শোষিত মানুষের আজীবনের দুঃখ দুর্দশার চিত্রই ফুটে ওঠে নাটকে।

নাট্যকর্মী কাজী দেলোয়ার হেমন্ত জানান, “নাটকে দেখা যায় ফেরিওয়ালার হাঁক শুনে লকাই তার বাবা নীলকণ্ঠর কাছে আসে দুঃখ নিয়ে যেতে। দুঃখ বেচার টাকা নিয়ে রঙ্গিন স্বপ্নে বিভোর লকাই। বাপ ছেলে যখন দুঃখ নিয়ে যেতে চায় তখনই শোষক দলের প্রতিনিধি হয়ে হাজির হন গ্রামের মেম্বার। ছলে বলে ছিনিয়ে নিতে চায় তাদের সম্বল।”

একপর্যায়ে বাপ ছেলে সংঘাতে জড়িয়ে পরে। সমাজের নিচু স্তরের মানুষদের সরলতার সুযোগ নিয়ে যুগে যুগেই এমন নিপীড়ন চলে সবখানে। আগত দর্শকদের এমন বার্তাই দিয়ে গেলো নাটকটি।

এই বিভাগের আরো সংবাদ