[bangla_day], [english_date], [bangla_date], [hijri_date], [bangla_time]

অপু বিশ্বাস শাকিবের জন্য অবসরে

প্রকাশঃ April 10, 2016 | সম্পাদনাঃ 10th April 2016

apu-biswasবিনোদন ডেস্ক : বর্তমানে শাকিব খান ও অপু বিশ্বাস জুটির বাইরে কোনো ছবিই যেন লাভের মুখ দেখছে না। তাই ছবি নির্মাণে এ জুটিকেই নির্মাতারা প্রথম পছন্দ হিসেবে রাখছেন। কিন্তু চাহিদা থাকা সত্ত্বেও আপাতত কোনো ছবির শুটিংয়ে নেই অপু বিশ্বাস। কারণ হিসেবে জানা গেছে, তার অভিনীত সব ছবির নায়কই শাকিব খান। আর এতেই বেঁধেছে বিপত্তি। শাকিব খান ‘শিকারি’ ছবির জন্য কলকাতায় যাওয়ার পর থেকেই শুটিংয়ে ফিরতে পারছেন না এ নায়িকা। তাই আপাতত শুটিং থেকে দূরে অবসর কাটাচ্ছেন।

অবসরের এ ফাঁকে নিজের গ্রামের বাড়ি বগুড়াতেও ঘুরে এসেছেন অপু বিশ্বাস। পাশাপাশি সময় দিচ্ছেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান এপিবি লেডিস ফিটনেস সেন্টারেও। শিকারি ছবির শুটিং শেষে শাকিব খান দেশে ফিরলেই আবার অভিনয়ে ব্যস্ত হয়ে পড়বেন বলে যুগান্তরকে জানিয়েছেন এ তারকা। জানা গেছে, ২২ এপ্রিল কলকাতা থেকে দেশে ফিরবেন শাকিব। এরপরই ‘মা’ ও ‘পাঙ্কু জামাই’ ছবির কাজ শেষ করার পাশাপাশি শুরু করবেন নতুন ছবি ‘বসগিরি’র শুটিং। তবে শাকিব না ফেরা পর্যন্ত অবসরেই থাকতে হচ্ছে ঢাকাই ছবির গ্লামার গার্ল অপু বিশ্বাসকে।

এই বিভাগের আরো সংবাদ